প্রয়াত প্রাক্তন পুলিশ কর্তা তথা প্রাক্তন কারামন্ত্রী

কৃষ্ণনগর: প্রয়াত হলেন প্রাক্তন আইপিএস তথা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন কারামন্ত্রী অবনী মোহন জোয়ারদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সল্টলেকে তার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবনীবাবু ২০১১ সাল থেকে পরপর দুই বছর একই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ২০১৬ সালে তিনি রাজ্যের কারা দপ্তরের মন্ত্রীত্ব পেয়েছিলেন। অবনী বাবুর মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। কলকাতা থেকে তার মরদেহ নদীয়ার বিভিন্ন জায়গায় এবং দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়ার পর কৃষ্ণনগর টাউন হলে শায়িত ছিল। সেখানেই বিধায়ককে শ্রদ্ধা জানালেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক গৌরী দত্ত, অন্যান্য বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এরপর অবনীবাবুকে শেষকৃত্য সম্পন্নের জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ শ্মশানে, সেখানে বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা এবং পৌরসভার চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা প্রমুখ।