এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
প্রতিকূল পরিস্থিতেও অবিচল সুন্দরবন জেলা পুলিশ

সুন্দরবন: প্রচন্ড বৃষ্টির মধ্যেও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার মন্ডলের উপস্থিতিতে জামা কাপড় এবং ত্রাণ বিলি করা হল। মথুরাপুর থানার ওসি গৌতম সাহার উদ্যোগে মথুরাপুর ১নম্বর ব্লকের আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের জামা কাপড় সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল এবং ডিএসপি দেবাশীষ ব্যানার্জী মথুরাপুর থানার সামনের মাঠ থেকে প্রচন্ড বৃষ্টির মধ্যেও অসহায় মানুষদের ত্রাণ বিলির কাজ চালিয়ে যান।প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল, DSP (মন্দিরবাজার) দেবাশীষ ব্যানার্জি, মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম সাহা ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp