এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
পুলিশের হাতে এলো রাইস মিলের মালিক

হাবড়া: খাদ্য বিভাগের কাছ থেকে ধান নিয়ে চাল দেওয়ার কথা ছিল হাবড়া থানার অন্তর্গত কৈপুকুর এলাকার এক রাইস মিল মালিকের। তখন ধান নিলেও চাল দেননি তিনি। প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে ওই রাইস মিল মালিকের বিরুদ্ধে। এই মর্মে ২০১৮ সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগের তরফে হাবড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে মিল বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত রাজদ্বীপ রায়(৪৮)। একাধিকবার ফোনের সিম পরিবর্তন করে সে আত্মগোপন করেছিল। ১৪ই জুন বিকালে তাকে নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp