এক ঝলকেদক্ষিণবঙ্গবীরভূম
পুলিশের হস্তক্ষেপে অবশেষে উঠল ব্যারকপুরের রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: রাস্তার বেহাল দশার প্রতিবাদে ৩০ মিনিট ধরে চললো রাস্তা অবরোধ। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ঘোষপাড়া রোড লালকুঠি ব্রিজে। দীর্ঘদিন ধরেই রাস্তার খারাপ অবস্থার জন্য এলাকার সাধারণ মানুষকে সমস্যা ও দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছিল। ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের আগুন আগে থেকেই জমা বাঁধছিল। সেই আগুন এবার প্রকাশ্যে এলো। রাস্তার বেহাল দশার বিরুদ্ধে বিজেপি নেতারা পথ অবরোধ করলেন প্রায় ৩০ মিনিট। দীর্ঘ পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ উঠে যায়। এই বিষয় নিজের মত জানান ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌরপ্রধান উত্তম দাস। তাঁর বক্তব্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে, বর্ষা শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। তারপরেই মিটবে মানুষের ভোগান্তি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp