
লকডাউনের মাঝেই ফের পুলিশের জালে বেআইনি মাদক পাচার চক্র। শুক্রবার কোচবিহারের নিশানগঞ্জ মানাবাড়ি এলাকায় একটি সন্দেহজনক ট্রাক আটক করে কোচবিহার জেলা পুলিশ। ওই ট্রাক থেকে প্রায় 103 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে। পাশাপাশি গাড়ির চালক সহ দুই ব্যক্তিকে আটক করেন তারা। ধৃতদের নাম মাধব রায় ও সর্বান কুমার। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে উভয়ের বাড়ি বিহারের ফাতুয়া জেলায়। পুলিশ তাদের বিরুদ্ধে বেআইনি মাদক পাচার আইনে মামলা দায়ের করেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp