এক ঝলকেদক্ষিণবঙ্গপঃ মেদিনীপুর
পুলিশের মাস্ক সচেতনতা

পুলিশকে দেখে নয় মাস্ক ব্যবহার করুন নিজে সুরক্ষার জন্যই। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে এমনই বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার।
মঙ্গলবার প্রশাসনের আয়ােজিত এক অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশে এই আবেদনই রাখেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, পুলিশ কর্মীরা করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার
করছেন, আপনারাও করুন। এই সময়ে আপনার সতর্ক থাকা উচিৎ। তাই এই মঞ্চ থেকেই বলেন অনেকে নিয়ম পালনে ঢিলেমি দিচ্ছেন,তা করবেন না।সরকারী নির্দেশ মেনে লকডাউন সরকারি নির্দেশ মেনে লকডাউন কার্যকরী করতে হবে। পুলিশ
সুপার আরও বলেন, পুলিশ কর্মীদের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ থানায় অভিযােগ জানাতে এলে তাদের কথা শুনতে হয় ডিউটিরত পুলিশকর্মীদের।ডিউটি অফিসারেরা যাতে সুরক্ষিত থাকেন সেজন্য
তাদের ফাইবার শিন্ড দেওয়া হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp