
কোচবিহার: দিনহাটা থানার উদ্যোগে রবিবার দিনহাটার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসারত করোনা পজেটিভ ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হেলথ ড্রিঙ্ক দেওয়া হল। পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার জানিয়েছেন, বর্তমানে সংক্রমিত সকলেই অ্যাসিমটমেটিক হওয়ায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ। শুধু দিনহাটা মহকুমায় নয় জেলার প্রতিটি থানার অন্তর্গত প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারেই এই ড্রিঙ্ক দেওয়ার ব্যবস্থা করা হবে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp