পুলিশের তৎপরতায় ভিনজেলা থেকে উদ্ধার হল শান্তিপুরের দুই নাবালিকা
শান্তিপুর: গতকাল রাতে শান্তিপুর থানার উদ্যোগে উত্তর ২৪ পরগনার গোপালনগর এবং বর্ধমান জেলার নাদন ঘাট থানা থেকে উদ্ধার হয় শান্তিপুরের দুজন নাবালিকা। দুজনই নবম শ্রেণীর ছাত্রী। একজন শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বাসিন্দা, বয়স ১৬ বছর ৭ মাস। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের এক ২৮ বছর বয়সী যুবকের সাথে তার মাসির বাড়ির একটি বিবাহ অনুষ্ঠানে এসে সম্পর্ক তৈরি হয়। গত চারদিন আগে খবর পেয়ে মেয়ের বাবা প্রথম গোপালনগরে উপস্থিত হয়ে মেয়েকে ফিরিয়ে আনতে গেলে, ছেলের বাড়ি কোনো সহযোগিতা করে না। ফিরে এসে শান্তিপুর থানায় একটি অভিযোগ পত্র জমা করেন তিনি।
অপর জন হরিপুর অঞ্চলের মেথির ডাঙ্গা গ্রামের বাসিন্দা শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের হরিনদি গ্রামের এক ১৮ বছরের যুবকের সাথে ১৫ বছরের নাবালিকার সম্পর্ক তৈরি হয়। ছেলের পিসির বাড়ি সমুদ্রগড়ে আশ্রয় নেয় তারা। সেখানকার নাদনঘাট থানার সহযোগিতায় গতকাল শান্তিপুর থানায় এসে পৌঁছায় ছেলে এবং মেয়ে। আজ দুটি নাবালিকার অভিভাবকদের থানায় ডেকে ছেলে এবং মেয়ে কে রানাঘাট কোর্টে পাঠানো হয়।