এক ঝলকেপুলিশের ডাইরি
পুলিশের ডাইরি

স্যালুট জানাই এই মহান সিংহদ্বারকে। অনেক বছর ধরে অনেকেই পশ্চিমবঙ্গের অনেক প্রান্ত থেকে সাধারণ মানুষ হিসাবে এই দরজা দিয়ে প্রবেশ করেছেন ভেতরে আর বেড়িয়েছেন একজন POLICE SERVICE কর্মচারী হয়ে। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যেতো বটেই, তার বাইরের বিভিন্ন প্রদেশে সময়ে সময়ে LAW & ORDER DUTY এর জন্যে যে ARMED FORCE এর MOVEMENT হয় তার বড়ো সাক্ষী এই মহান সিংহদ্বার।
লেখক: অরিন্দম (পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত)
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp