পুলিশের ডাইরি

‘খাকি’
প্রতিটা রঙ নিজস্ব কিছু কথা বলে। সাদা মানে শান্তি, সবুজ সজীবতা, গোলাপী কোমল। খাকি তেমন ভরসার রঙ। বিপদগ্রস্থ মানুষের আস্থার রঙ। খাকি রঙ এর এক অদ্ভুত মাদকতা আছে। ছা পোষা গৃহস্থ মানুষও খাকি পোশাক পরে নিমেষে পরাক্রমশালী হয়ে ওঠে। এই পোশাক পরলে সবাই জওয়ান। কত অনায়াসে জীবন মৃত্যুর বাজি ধরা যায়। খাকি পোশাকের বোতাম বন্ধ করলেই ব্যক্তিগত অনুযোগ, ক্ষোভ, অপ্রাপ্তি, প্রতিবাদ চাপা পড়ে যায় কর্তব্য বোধের আড়ালে। খাকি পোশাক মানেই তুমি ব্যক্তিমতের উর্দ্ধে সরকারের লোক। তুমি গালি খাবে, ঢিল খাবে, মার খাবে, সব সহ্য করবে, লড়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে না। খাকি পোশাক মানে তোমার সরকারী ছুটি নেই, নির্দিষ্ট সময়ে পেটে ভাত বা রুটি নেই, কাজের নির্দিষ্ট নির্ঘন্ট নেই, শনিবার নেই, রবিবার নেই , পরিবার কে দেবার মত সময় নেই। খাকি রঙ মনে সংযম। খাকি পোশাক পরলে আবেগের স্ফূরণ নেই। এই পোশাক পরে হা হা হাসতে নেই, অঝোর কাঁদতে নেই, শুধু নিজের কাজকে ভালবাসতে হয়। খাকি রঙ মানে শৃঙ্খলা। এই পোশাক পরলে আদেশে নির্দেশে না বলতে নেই । রাজদ্বার ,আদালত, প্রেক্ষাগৃহ ,সর্বত্র প্রবেশের চাবিকাঠি এই খাকি রঙ। খাকি পোশাক পরলে জীবিত অবস্থায় সমালোচনা , আর শহীদ হলে সহানুভূতি। খাকি রঙ তোমাকে কুর্ণিশ, তুমি আমায় অন্নদাতা। তোমার জন্য কত সহস্র শুভেচ্ছা , সম্মান। তোমাতে মন চুবিয়ে আমাদের নিরন্তর বয়ে যাওয়া, নতুন নতুন পরিস্থিতিতে নতুন করে নিজেকে আবিষ্কার করা। খাকি রঙ তোমাতে আমার বসত , তোমাতে আমার বৈরাগ, তোমাতে আমার প্রেম , তোমাতেই সমর্পণ। তোমার কতটুকুতে আমি আছি জানি না, আমার সবটুকু জুড়ে তুমিই আছো। তোমাকে ভালবাসি তাই মানুষকে দেবতা মানি.. মানুষকে ভালবাসি তাই আমৃত্যু তোমাকেই ভরসা, শুধু তোমাকেই চাই।
(লেখক: কাকলি ঘোষ কুন্ডু, পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত)