এক ঝলকেপুলিশের ডাইরি
পুলিশের ডাইরি

ওদের কি দোষ
সেই মেয়েটির কি দোষ ছিলো
জ্বালিয়ে দিলে যাকে ,
হারিয়ে দিলে এই ধরণীর
আরো একটি মাকে ll
গরীব ছিলো মেয়েটির বাপ
পারেনি দিতে পণ ,
মেয়ের বাপের টাকায় বেঁচে
থাকবে কতোক্ষণ ?
কি দোষ ছিলো সেই মেয়েটির
মারতে যাকে ধরে ,
গ্রহন তাকে করলে না তো
মেয়ের মতো করে !
সেই মেয়েটির কি দোষ ছিলো
জন্ম দিলো মেয়ে,
সেই মেয়েটিই মায়ের জ্বালা
দেখতো চেয়ে চেয়ে l
সেই মেয়েটির দোষ ছিলো না
দোষটা সমাজের ,
শিক্ষিত আর অশিক্ষিতের
নেই কোনো হের ফের !
ছেলের জন্ম দিয়ে যারা
ভাবছে হলো ধন্য ,
তারাই করে সেই ছেলেকে
বাজারের এক পন্য l
তফাৎ কি আর আছে কোনো
ছেলে মেয়ের মাঝে –
মেয়েরাও তো এই সমাজে
লাগছে হাজার কাজে !
মেরো নাগো ওই মেয়েকে
কোলেতে যার মেয়ে,
সমাজটা তো ওরাই গড়ে
সবার পানে চেয়ে ll
( লেখক: তাপস , পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যুক্ত
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp