পুলিশের ডাইরি

পার্ক স্ট্রিট বৃষ্টিতে….
শ্রাবনের ধারার মতো…….
আজ সকাল থেকেই উপুড়ঝুপুর বৃষ্টি.
ভাসছে রাজপথ.
মহানগরীর সব গ্লানি ধুয়ে মুছে নিয়ে মোবিলের মতো কালো জলস্রোত বয়ে যাচ্ছে আমির আলী এভিনিউয়ের বুকের ওপর.
তারই মধ্যে ছোট বড়ো সব গাড়ি ঢেউ তুলে চলেছে জলবিহারে. রঙিন ছাতারা হেঁটে চলেছে ফুটপাথ ধরে. আর বৃষ্টি পড়ে চলেছে অক্লান্ত, অবিশ্রান্ত, অবিরাম.
জানেন, আমাদের একটা whatsap গ্ৰুপ আছে যাতে আমার অধস্তন সব অফিসারেরা আছেন.
সক্কাল সক্কাল সেখানে বলে পাঠালাম
“আজ অফিস থেকে সব্বার ছুটি. বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে বেড়ান. ভিজুন . ভেজান.”
সেই মেসেজ দেখে এমন সবাই অবাক হলো যে কেউ কোনো উত্তর দিলো না.
তখন আবার লিখলাম ভুল করে নয়, সজ্ঞানে এই কথা লিখেছি.
তখন দেখি গুটি গুটি পায়ে এগিয়ে এসে দু একজন লিখলো….দেখি ম্যাডাম.
এ যেন জন্মাবধি খাঁচায় থাকা পাখিকে খাঁচার দরজা খুলে পালাতে বলা হলে সে যেমন অবাক হয়ে তাকিয়ে থাকে কি করতে হবে বুঝতে না পেরে তেমন আর কি.
তবে তাতে আর আমার কি যায় আসে.
বেরিয়ে পড়লুম অফিস থেকে একাই. সঙ্গী বৃষ্টি .
বৃষ্টি আমার বহুদিনের সঙ্গী. সেই যেবার ক্লাস ফাইভে স্কুলের মাঠে বিক্রম হঠাৎ দীপাকে চুমু খেতেই দীপা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেছিলো,
আর যেবার বাসে আমার সঙ্গীর হাতঘড়ি ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ঝাপসা হয়ে সময় থেমে গিয়েছিলো অনন্তকাল,
অথবা যেবার বরাবরের মতো কলেজ ছেড়ে যাবার আগে রেল লাইন ধরে চা খেতে খেতে শেষ গল্প সেরে নিচ্ছিলাম সৈকতের সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে,
আর সেবার , আকাশ আঁধার করা তুমুল বৃষ্টিতে আমি যখন পাগলের মতো কড়া নাড়ছিলাম দরজায় আর সে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলেছিলো, ” খুলবো না, খুলবো না দ্বার, জানি তুমি এলে আমি বাঁচবো না আর”
বৃষ্টি আমায় ভেজায়, বৃষ্টি আমায় কাঁদায়, বৃষ্টি আমায় ভাসায়….
বৃষ্টি ভালোবাসে, বৃষ্টি ভালোবাসায়,
প্রত্যেকবার বৃষ্টি আসে আমায় ধুইয়ে দিতে,
নিত্যদিনের প্রানধারণের গ্লানি মুক্ত করতে,
পাপস্খালন করতে,
আজ আমি আবার সজীব, কিশোরী কিশলয়,
আজ যারা পেলে আমায় তারা পেলে সেই স্নান সেরে ওঠা অমলিন সিক্তকেশ আমাকে,
যারা পাবার সুযোগ হেলায় হারালে………
থাক, আজ হারানোর কথা না হয় থাক,
আজ পূর্ণ হবার দিন,
আজ বৃষ্টিমুখর দিন,
আজ অংকুরিত হবার দিন,
আজ পল্লবিত হবার দিন,
আজ sap green আর prussian blue হবার দিন,
সবুজে সবুজ আর নীলিমায় নীল……
বৃষ্টি সপ্রাণ….তাই সবুজ….
আর বৃষ্টি ব্যাথানীল……
এমন দিনে তারে বলা যায়…..
সে না হয় আধা নাবোঝা আধা বোঝা থাক,
অধরা মাধুরী,
মুখের ওপর বৃষ্টির ভেজা অবগুন্ঠন থাক,
সাগরগভীর চোখের আভাসটুকু থাক ,
ভালোবাসার নরম গন্ধ টুকু থাক…….
শ্রাবনের ধারা তার চোখ বেয়ে চিবুকে…….
শ্রাবনের ধারার মতো…..
( সৌ: কল্যাণ মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)