এক ঝলকেপুলিশের ডাইরি
পুলিশের ডাইরি

ঘুমাস না মা
ছেলের ঘুম ভেঙে গেছে ঘুমাচ্ছে মা
ছেলে ডেকে কাতর মা জাগছে না
খেলছে সে মা এর সাথে
অনেক আদর কচি হাতে
স্টেশনে জমেছে মেঘ , সমবেদনা।
ভেসে যায় বিবর্তন, অভিযোজন বুলি
ভরেছে ব্যস্ত মানুষ তার স্বার্থের ঝুলি
ছোট্ট ছেলে বড় আনমনা
মা যে নেই তার অজানা
পড়ে থাকে টিন বাক্স ময়লা পুঁটুলি।
ক্ষিদের রাজ্য বড় , রাজনীতি আরো
কেউ কি ওর মাকে ডেকে দিতে পারো
মরেছে সে মা ভুখা পেটে
বাঁচা সেও তো এঁটো চেটে
চলেছে ঘরের টানে লাখো হাজারো।
ঘরছাড়া মা বল কোথায় তোর বাড়ি
সমুদ্র ক্ষিদে নিয়ে কোথায় দিলি পাড়ি
গরীবের আর কে ভগবান
পেটের টান না নাড়ীর টান
অবোধ ছেলে চলছে টেনে মৃত মা র শাড়ি।
ঘুমাস না মা কোলে নে তোর ছেলে
বাঁচতে শেখা বুকের আগুন জ্বেলে
জুটছে না ভাত কেড়ে খাবি
রোজ তিনবার মরবি নাকি
মরণ মারার স্তব ছুটুক গ্রামে মফঃস্বলে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp