উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
পুলিশের জালে নকল লোনপ্রদানকারী

নকল লোনপ্রদানকারী এক ব্যক্তিকে গ্রেফতার। গ্রেফতার করল সাইবার ক্রাইম পুলিশ। অভিযোগ অভি কুন্ডু ব্যবসায়িক লোন দেওয়ার জন্য ফোন করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন। তিনি উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা। তিনি প্রসেসিংয়ের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে প্রচুর ফি কেটে নিতেন। প্রায়শই সাধারণ মানুষ এই জালিয়াতিদের ফাঁদে পা দেয় এবং তাদের প্রতারিত করা হয়। একজন ভুক্তভোগী মালদা জেলার বঙ্গিটোলার আবদুল আলীম জালিয়াতির শিকার হন। তিনি তিনটি কিস্তিতে ৪৭ হাজার টাকা অ্যাকাউন্টে জমা করেন। এরপরই তিনি মালদা সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। মালদা সাইবার ক্রাইম পুলিশ তদন্তের পরে, এনট্রিপমেন্টের জন্য ব্যবহৃত ফোনটি উদ্ধার করেন। অ্যাকাউন্টধারীর কেওয়াইসি বিবরণ সংগ্রহ করে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
—
MLD R
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp