পুলিশের জন্য ওয়েলনেস সেন্টারের উদ্বোধন

ইন্সপেক্টর থেকে কনস্টেবল পুরুষ মহিলা সবারই জন্য এই ওয়েললেস সেন্টার উদ্বোধন।মাদক জাতীয় নেশাগ্রস্থ ও নানান চিন্তায় মানসিক অবসাদে ভুগছেন যেসব পুলিশ কর্মীরা, তাদের জন্য ওয়েললেস সেন্টারের উদ্বোধন।ওয়েললেস সেন্টারটির উদ্বোধন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, এডিএসপি পবিত্র কুমার বারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।এদিন পুলিশ সুপার জানান,অনেকের কাজের চাপ ও বিভিন্ন ধরনের চিন্তায় কাজের শেষে অনেকেই নেশা করে থাকেন। ফলে মানসিক অবসাদে ভোগেন,তারই জন্য পূর্ব বর্ধমান জেলায় পুলিশ লাইনে এই সেন্টার করা হয়।মূলত এই সেন্টারে সপ্তাহে তিনদিন মাসে আঠারো দিন বিশিষ্ট সাইক্রিয়াটিস্ট চিকিৎসক চিকিৎসার পরিষেবা দেবেন। nকরা হয়। পুলিশ সুপার এটাও জানান মহিলাদের জন্য মহিলা এবং পুরুষদের জন্য পুরুষ এই চিকিৎসায় সাহায্য করবেন, এই উদ্যোগ নেওয়ায় পুলিশকর্মীরা অনেকটাই খুশি। পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ওয়াললেস সেন্টারটির উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি।