এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
পুলিশের চোখরাঙানি, নদিয়ায় সফল লকডাউন
অতিমারি করোনার প্রকোপ রুখতে দ্বি-সাপ্তাহিক লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারের পর ফের শনিবার লকডাউন সফল করতে সকাল থেকেই পথে নেমে পড়েন পুলিশ কর্মীরা। এদিন নদিয়ার বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। উপযুক্ত কোনো কারণ ছাড়াই যাঁরা ঘর থেকে বেরিয়েছেন, তাঁদের কপালে জুটেছে পুলিশের লাঠির ঘা। লকডাউন ভঙ্গকারীদের কাউকে কাউকে কান ধরে উঠবসও করানো হয়েছে। অবাধ্যদের কাউকে কাউকে আবার নিয়ে যাওয়া হয়েছে থানায়। নবদ্বীপ থানার আইসি কল্লোলকুমার ঘোষ সহ সমস্ত পুলিশ কর্মী-আধিকারিকদের কড়া নজরদারি চলেছে অলিগলিতেও।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp