এক ঝলকেদক্ষিণবঙ্গপুরুলিয়া
পুরুলিয়ায় পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি

*
পুরুলিয়া :- করোনা পরিস্থিতিতেও পথ নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে পুলিশ। বুধবার সেই বিশেষ লক্ষ্য নিয়ে পুরুলিয়া শহরে “সেফ ড্রাইভ সেভ লাইভ” এর শোভাযাত্রা করল পুলিশ। গোটা শহর পরিক্রমা করে তা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালে একটি বিশেষ সভায় সকলকে সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলাশাসক রাহুল মজুমদার, পুলিশ সুপার এস. সেলভামুরুগান, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত সহ পুরুলিয়া পুরসভার প্রশাসক চেয়ারম্যান সামিম দাদখান প্রমূখ। প্রত্যেকের বক্তব্যে উঠে আসে পথ নিরাপত্তার গুরুত্ব। পুলিশের বক্তব্য “সেফ ড্রাইভ সেভ লাইভ” প্রকল্পের আওতায় পথ নিরাপত্তার সচেতনতামূলক কর্মসূচি জন্য কমেছে পথ দু্র্ঘটনা। সচেতনতার জন্য নিয়ন্ত্রণ আছে কোভিডও। এই অনুষ্ঠানে সাংবাদিক সহ একঝাঁক স্থানীয়দের হেলমেট দেয় পুলিশ
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp