কলকাতা
পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের উদ্যোগ
সারা বিশ্বেই মহামারির আকার ধারণ করেছে করোনা। হাজার হাজার মানুষ এই মারণ ভাইরাসের শিকার। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারপরেও কিছু মানুষ রাস্তাঘাটে বের হচ্ছেন মাস্ক ছাড়াই। এঁদের সচেতন করতেই পথে নামল পার্ক সার্কাস ট্রাফিক গার্ড। সোমবার ডনবস্কো আইল্যান্ডের সামনে ‘মাস্ক আপ কলকাতা’র আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের ওসি রাজেশ রজক। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। গাড়ির সামনে স্টিকারও লাগানো হয়। জনসাধারণকে মাস্ক ব্যবহারের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp