এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
পাথর প্রতিমায় এাণ বিলি করল পুলিশ

সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিভক্তি মহাশয়ের উপস্থিতিতে পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতে 600 জন দুঃস্থ দরিদ্র অসহায় মানুষের হাতে, পুকার সংস্থার সহায়তায় ত্রাণ তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SP বৈভব তেওয়ারি,SDPO( কাকদ্বীপ) অনিল কুমার রায়,CI( কাকদ্বীপ) শুভব্রত ঘোষ, শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেব বর্মন, গোবর্ধনপুর কোস্টাল থানার OC বরুণ কুমার সেঠ, পুকুর সংস্থার ট্রাস্টি সাথী গৌতম এবং শ্রীমতি মঞ্জুলা সিং ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ।
S
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp