পাচারের আগেই বাজেয়াপ্ত ১০ লক্ষ্ টাকার গাঁজা

গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার ৭। সোমবার রাতে ঘটনাটি ঘটে কলকাতার আমহাষ্ট স্ট্রিট এলাকায়। ধৃতরা উওর ২৪ পরগনার বাগদার বাসিন্দা বাংলাদেশ সীমান্ত থেকে পাচারের উদ্যেশে কলকাতায় নিয়ে আসা হয়েছিল ১৩৫ কাগি গাঁজা। এ ব্যাপারে আগাম খবর থাকায় নজরদারি শুরু করে কলকাতা পুলিশ এর গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ফোর্সের গোয়েন্দারা। রাত ৯ তা নাগাদ আমহাষ্ট স্ট্রিট এলাকায় সন্দেহভাজন একটি ট্রাকে থামান তারা বাজেয়াপ্ত হয় গাঁজা। ট্রাকের পিছু পিছু আসছিল একটি মারুতি। সেই মারুতি সহ গ্রেপ্তার করা হয় ৭ জনকে।
পুলিশ জানিয়েছেন, ধৃতেরা হল স্বপন মজুমদার ওরফে ভোলা, মিলন মণ্ডল, বিষ্ণু হালদার, অসীম পলাশ, আমিনুর মণ্ডল, আমিনুর বিশ্বাস ও সেলিম খান। এরা প্রতেকেই বাগদার বাসিন্দা বাজেয়াপ্ত গাঁজা মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
কিছুদিন আগেও কলকাতার বিভিন্ন জায়গায়ে হানা দেয়া গাঁজা বাজেয়াপ্ত করেছিল গ্রেপ্তার ও করা হয়াছিল কয়াকজন কে তবে এবার একসঙ্গে ৭ জন কে গ্রেয়াপ্তার করা গাঁজা পাচার ছক্রা হদিশ মিলবে বলে মনে করছেন গোয়েন্দারা দ্রিতদের জেরা করে ওই ছক্রাএর খোঁজ পেতে চাএছে পুলিশ দুস্ক্রিতিরা ওই পরিমান গাঁজা নেয়া কথায় জাছিল তা জানার চেষ্টা করছিল পুলিশ কলকাতাক গাজ পাচারের করিদর হিসাবে ব্যবহার করা হয়াছে কিনা তা খতেয়া দেকছে পুলিশ