এক ঝলকে
পরিযায়ী শ্রমিকদের বাস আটকাল পুলিশ
বাগুইআটি: গোয়া ফেরত এক দল পরিযায়ী শ্রমিকের বাস আটকালেন বিধাননগর পুলিশের বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। শ্রমিকদের অভিযোগ, তাঁরা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। গোয়া, ওড়িশা সর্বত্রই নথি দেখে ছেড়ে দেয়। যদিও কলকাতায় ঢুকতেই বেশ কয়েক জায়গায় তাঁদের বাস আটকে দেওয়া হয়। পরে ছেড়েও দেওয়া হয়। লকডাউন চলায় বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা বাসটি আটক করেন। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয়, লকডাউন উঠলে রাত দশটার পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।
এই মুহূর্তে তাদেরকে বাগুইআটিতে সারাদিন বাসের মধ্যে রাস্তায় কাটাতে হবে। পানীয় জল এবং খাবারের সমস্যায় আছে তাদের এমনই জানাচ্ছে পরিযায়ী শ্রমিকরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp