উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
পরিবেশ বাঁচাতে বারাসাত পুলিশের বৃক্ষরোপণ

বারাসাত: বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে, বারাসাত পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করল। মধমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দান করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সুপার জানান আমফানের জেরে নষ্ট হওয়া গাছের থেকেও বেশী সংখ্যক গাছ রোপন করা হচ্ছে এবং বারাসাত জেলা পুলিশের প্রত্যেকটি থানার উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসূচি চলছে ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp