পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের উদ্যোগ ডানলপ ট্রাফিক পুলিশের

বরানগর: বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নিল ডানলপ ট্রাফিক গার্ডের কর্মীরা। বেলঘড়িয়া থানা এবং বরানগর থানার অন্তর্গত এত বড় অঞ্চলের যান চলাচল সুষ্ঠু ভাবে পরিচালনা করা, লকডাউন চলাকালীন দুস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়া, ব্লাড ব্যাংক গুলোতে রক্তের সংকটের সময় রক্তদান শিবিরের আয়োজন করা, করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা সব কিছুতেই রয়েছে ডানলপ ট্রাফিক গার্ডের পুলিশরা। বিশ্ব পরিবেশ দিবসে পি.ডব্লিউ.ডি রোডের নিবেদিতা পার্কে তারা পালন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি.আই সারদা মুখোপাধ্যায়, ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র, এসিপি ট্রাফিক বিদ্যাসাগর চৌবে, পি.ডব্লিউ.ডি ইঞ্জিনিয়ার মানস দাস সহ পুলিশের উচ্চপদস্থ কর্মচারী ও ট্রাফিক কর্মীরা। প্রায় ১০০টি গাছ লাগানো হয়। বালির বাসিন্দা শিক্ষক অজিত কুমার দোলুইও এই কর্মসূচিতে তাদের সাথে যোগ দেন।