এক ঝলকে
পন্যবায়ী যান আটক করল পুলিশ

৬৪৮ জন শ্রমিক ও চালক সহ একটি ট্রাক উদ্ধার করল দিল্লির নেতাজী সুভাষ প্লেস থানা। সুত্রের খবর, ওই দিন দিল্লির ওই থানায় ১০০ নম্বর পিসিআর কলে খবর আসে। সেই সুত্র ধরেই তারা ওই ট্রাক টিকে আটক করেন। সুত্রের খবর প্রতিটি শ্রমিকের থেকে তারা ২৫০০ আদায় করে শাকুরপুর থেকে ভাগলপুরে বিহারে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আরো জানা গেছে, বেশ কয়েকদিন ক্ষুধার্ত থাকার পরে তারা সকলেই কিছুদিন আগে শাকুরপুর বিধায়ক কার্যালয়ের সামনে একটি অবস্থানে বসেন
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp