এক ঝলকেদক্ষিণবঙ্গপূর্ব বর্ধমান
পথ নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আসানসোলে

আসানসোল: ,”সেভ ড্রাইভ সেভ লাইফ”- অনুষ্ঠানে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বুধবার ।আসানসোলের চিত্রা মোড় থেকে ভগত সিং মোড় পর্যন্ত এসে শেষে হয় শোভাযাত্রাটি। সেখানেই উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার সুখেস জৈন, আসানসোলের মেয়ার জিতেন্দ্র তিওয়ারি, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, এই করোনা পরিস্থিতিতে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর যারা বাইক আরোহী তাদের অবশ্যই গাড়ি নিয়ে বের হলে হেলমেট পরে বের হতে হবে। এছাড়াও সরকার দ্বারা নির্দেশিত অন্যান্য সমস্ত নিয়ম বিধির সঠিকভাবে পালন করতে হবে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp