এক ঝলকেদক্ষিণবঙ্গবীরভূম
নিজেকেই অপহরণ করে টাকা লুটের চেষ্টা

বীরভূম: গতকাল সকালে সিউড়ির বাসিন্দা রামবাবুর কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং তারা জানায় রামবাবুর ছেলে তাদের হেফাজতে। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তৎক্ষণাৎ সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন রামবাবু। এরপর টাকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে দেখেন তার ছেলে নিজেই উপস্থিত হয়েছে টাকা নিতে। জিজ্ঞাসায় জানায় মায়ের সাথে ঝামেলা করে, রাতে বন্ধুদের সাথে নেশার করার সময় এরকম ফন্দি বেঁধেছিলো। পুরো বিষয়টির তদন্ত চলছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp