এক ঝলকেদক্ষিণবঙ্গপূর্ব বর্ধমান
নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন

আসানসোল: দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন ও কোকওভেন থানার পুলিশ। চাইল্ড লাইন জানায়, ওই মেয়েটির বয়স ১৫। নাবালিকার বিয়ের কথা জানতে পেরে কোকওভেন থানা এবং চাইল্ড লাইনকে খবর দেয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। এরপর বাড়িতে গিয়ে নাবালিকার বিয়ে আটকায় পুলিশ। মেয়ের মা জানান অভাবের সংসার তাই বিয়ে দিয়ে দিচ্ছেলেন। খবর পেয়ে যান ঘটনাস্থলে আসে পৌরমাতা অঙ্কিতা চৌধুরী। তিনি জানান এতো কম বয়সে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp