জলপাইগুড়িঃ নাগরাকাটার জাতীয় সড়কের ধারে সাতদিন ধরে পড়ে থাকা জখম অবস্থায় এক পৌঢ়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। জানা গিয়েছে বছর পঁয়ষট্টির জখম পৌঢ়রার নাম সুন্দরি লোহরা।বাড়ি নাগরাকাটা চা বাগানে । পাঝোরা জঙ্গলের ভিতরে জখম অবস্থায় বসে ছিলেন। চলার এমনকি উঠে দাড়ানোর ক্ষমতাটুকু তার ছিলনা। গভীর জঙ্গলের ধারে থাকায় কারো নজরে তিনি আসেনি। এরপর সোমবার বিকেলে নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার নজরে আসে ওই অসুস্থ বয়স্কা মহিলাকে। এরপরই তিনি সুলকাপাড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার আমিনুর হুসেনকে সাথে নিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।বর্তমানে সুলকাপাড়া হাসপাতালে তার চিকিৎসা চলছে।
নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন বলেন “সুন্দরী দেবীকে আমরা উদ্ধার করেছি।কিভাবে এখানে তিনি এলেন এবং সে কিভাবেইবা জখম হলেন তা তদন্ত করছে পুলিশ|”