এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
নদিয়ায় উদ্ধার বেআইনি ৫১০০ বোতল ফেনসিডিল । গ্রেপ্তার চারজন
কৃষ্ণগঞ্জ থানার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, নদিয়া:৫১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করলো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার চারজন | অবৈধ মজুত করার সূত্রের খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, মাজদিয়া বাজার বারোয়ারী পাড়ার গোডাউনে অভিযান চালায় অভিযানের পর মেলে ৫১০০ বোতল ফেনসিডিল কাশির সিরাপ। (প্রতিটি বোতল ১০০ মিলি)।এত সংখ্যক ফেনসিডিল মজুত করার অপরাধে চারজনকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।কি ভাবে কোথা থেকে মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে।তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp