KOLKATA WEATHER
এক ঝলকেজলপাইগুড়ি

নকল মদ উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: নকল মদ সহ গ্রেফতার তিন। তাদেরকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির নাগরাকাটায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার সকালে একটি ট্রাকে করে নকল মদ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ির নাগরাকাটার জাতীয় সড়কে তল্লাশি শুরু করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় নকল মদ। গ্রেফতার করা হয় তিনজনকে ।পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত হওয়া নকল মদের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

আরো পড়ুন :  দিনভর জল না থাকার দরুন বিক্ষোভ করোনা পজিটিভদের

নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন জানান, মেঘালয় থেকে বিহারে নকল মদ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।নকল মদ আনা হচ্ছিল ট্রাকে করে। জাতীয় সড়কে ট্রাকটি আটক করা হয়। ধৃতদের জেরা করে ওই চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close