
মালদাঃ—বাংলাদেশে পাচার হওয়ার আগেই চোরাই মোবাইল সহ দুই যুবককে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে চরিঅনন্তপুর এলাকার একটি বাড়ি থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রের খবর ধৃত এক যুবকের নাম,শামীম আক্তার।চরি অনন্তপুর এলাকার খোদাবক্স টোলার বাসিন্দা সে।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২ টি দামি মোবাইল ফোন।যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ধৃতদের বাড়িতে হানা দেয়।সেখান থেকেই এই মোবাইল গুলি সহ ধৃতদেরকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,উদ্ধার করা মোবাইলফোন গুলি বিভিন্ন প্রান্ত থেকে চুরি করে একসাথে পাচারের ছক ছিল ধৃতদের।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp