এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
দুঃস্থদের ত্রাণ বিলিতে পুলিশ

সুন্দরবন:দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের দুর্গানগর এলাকায় আমফানে ক্ষতিগ্রস্ত ৫০০ জন মানুষের পাশে দাঁড়ালো সুন্দরবন পুলিশ এবং ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার। ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এই ত্রাণ শিবির। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্যানিটাইজার, মাক্স, সাবান, ডিটারজেন্ট, স্যানিটারি ন্যাপকিন, মিল্ক পাউডার, ঔষধ, শাড়ি, গামছা, বিস্কুট এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।শিবিরে উপস্থিত ছিলেন কাকদ্বীপ থানার বিভিন্ন আধিকারিক।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp