দিল্লিতে মাদক পাচার চক্রের পান্ডা গ্রেফতার

মাদক পাচার চক্রের এক পান্ডা গ্রেফতার। গ্রেফতার বাবলু দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত। তার কাছ থেকে উদ্ধার ২১ গ্রাম স্মাক। বাবলু এর আগেও একটি মামলায় গ্রেফতার হয়ে ৩ বছরেরও বেশি সময় ধরে তিহার জেলে ছিলেন। সূত্রের খবর, পুলিশ গোপন সূত্রে জানতে পারে ৯ জুলাই একটি মাদক সরবরাহকারী বিপুল পরিমাণ স্মাক নিয়ে এমবি রোডের খানপুর পিপল চৌক হয়ে দিল্লির সাবজি মার্কেটে সেটি নয়াদিল্লির এক মহিলাকে দেওয়া হবে। তখনই স্বদেশ প্রকাশের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহজনক অবস্থায় একজনের চলাফেরা লক্ষ্য করে। তারপরই ওই ব্যক্তিকে থামানো হয়। তাকে তল্লাসির সময় একটি সাদা পলিথিনে ২১ গ্রাম গ্র্যাক স্ম্যাক উদ্ধার করা হয়। তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দিল্লির আম্বেদক নগরে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবলু প্রকাশ করেছেন যে তিনি মূলত জয়পুরের বাসিন্দা। তবে তিনি শৈশব থেকেই দিল্লিতে চলে আসেন এবং তাঁর পরিবার জাহাঙ্গীর পুরী এলাকায় ভাড়া নিয়ে জীবনযাপন শুরু করেন। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত তাঁর স্কুল পড়াশোনা করেছিলেন। তিনি অটো খুচরা যন্ত্রাংশ মেরামতের দোকানে কাজ করতেন। পরবর্তীতে, কঠোর পরিশ্রম ছাড়াই দ্রুত অর্থ উপার্জনের সন্ধানে তিনি নিজেকে মাদকদ্রব্য বিক্রি পরিচয় তৈরি তরেন।