নিজস্ব প্রতিবেদন: শুক্রবার দিনভর জল না থাকায় ভোগান্তির শিকার কোভিড আক্রন্তরা। জল না পেয়ে আক্রান্তরা জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করে।
করোনা আক্রান্তদের নূন্যতম প্রয়োজনীয় জিনিস জল ,খাবার না পেয়ে বিক্ষোভ এর ঘটনা নতুন নয়। এর আগে বহু জেলার কোভিড হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টারে এই ধরনের ঘটনা ঘটেছে। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হতেও দেখা গেছে তাদের। আবারও একইরকম ঘটনা ঘটলোজলপাইগুড়িতে।
স্হানীয় পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কয়েকজন বিক্ষোভকারী রুগী হাসপাতালের গেটের কাছে চলে আসেন।সেটি দেখামাত্র গেটের সামনে থাকা এক পুলিশকর্মী হাসপাতালের গেট বন্ধ করে দেন।
বিক্ষোভকারী রোগী সন্দীপ সুরের মতে সকাল ১০টা থেকে হাসপাতালে জল না থাকার দরুন কেউ স্নান ও শৌচ করতে পারেনি। সেই হাসপাতালে শিশু সহ প্রায় ২০০জন করোনা পজিটিভ রোগী আছে। তার কথায় হাসপাতাল কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করবার পরেও কোন ফল মেলেনি।
ঘটনাস্থলে কোতোয়ালি থানার টাউন অফিসার শংকর দাস পৌঁছানোর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।