তদন্তের নিরপেক্ষতা নিয়ে সুশান্ত ভক্তদের আস্থা বজায় রাখতে মুখ খুলল মুম্বই পুলিশ

প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ Iএকে একে তোপের শিকার হচ্ছেন বলিউডের নেটিজেনরা I নানা জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতার আত্মহত্যার ১৪ দিন পর সোমবার সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলল খোদ মুম্বই পুলিশ Iকোন পথে তদন্ত তা জানিয়ে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী অনুরোধ করেন আস্থা রাখতে। তিনি বলেন যে, “সুশান্তের মৃত্যু তদন্তের ওপর ভরসা রাখুন, নিরপেক্ষতা বজায় আছে”, তদন্ত এগোচ্ছে I সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এসেছে শ্বাসরোধ হওয়ার কারণেই মৃত্যু ঘটেছে সুশান্তের I কিন্তু কেন সুশান্ত অবসাদ গ্রস্থ হয়ে পড়লেন, সেই কারণ গুলি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ I ইতিমধ্যে জেরা করা হয়েছে ২৭ জনকে। এছাড়াও সুশান্তের সোশ্যাল মিডিয়া পোস্ট খুঁটিয়ে দেখছে পুলিশ I সপ্তাহের শেষেই মিলবে ফরেন্সিক রিপোর্ট, তাও খতিয়ে দেখা হবে I এমনকি সুশান্তের পরিবার ও রিয়া চক্রবর্তীর ভাইকে আরও একবার জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ I সেইসব জানিয়ে সুশান্ত ভক্তদের আশ্বস্ত করল মুম্বই পুলিশ I