ডিজি পুলিশের বাঁকুড়া সফর

করোনা পরিস্থিতিতে পুলিশের কাজ নিয়ে প্রশংসা। তাদের কাজকে আরও উত্সাহ দেওয়া হল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মহাপরিচালক ও পুলিশ পরিদর্শক জেনারেল বীরেন্দ্র ব্যক্তিগতভাবে কথা বলেন। সম্মানিত করার পাশাপাশি তাদেরকে পরামর্শও দেন। অনুষ্ঠানে ডিজিপির সঙ্গে ছিলেন পশ্চিম সোনার এডিজি ও আইজিপি, আইপিএস, সঞ্জয় কুমার সিংহ।পশ্চিমবঙ্গের এডিজি ও আইজিপি (এবি) দেবাশীষ রায়, আইপিএস, আইজিপি বাঁকুড়া রেঞ্জ আর. রাজাশেখরণ, বাঁকুড়া জেলার
আইপিএস, এসপি শ্রী কোটেশ্বর রাও। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ডিজিপি সামনের সারি থেকে নিজের দলকে নেতৃত্ব দিয়ে নজির তৈরি করেছেন। কারণ ডিজিপি এবং সিনিয়র অফিসারদের নিয়ে তাঁর দল কোভিড নাইনটিনের মতো বিপদে কাজ করে গিয়েছেন। সেইজন্য তিনি ব্যক্তিগতভাবে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন। বাঁকুড়া পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাঁকুড়া পুলিশ কাজের মাধ্যমে সকলের মন জয় করেছেন বলে প্রশংসা করেন। উপস্থিত প্রত্যেকের সঙ্গে তিনি একজন পরামর্শদাতার মতো কথা বলেন।
_