ডিআইজির সহযোগিতায় ত্রাণ শিবির সুন্দরবনে

সুন্দরবন: ১৪ই জুন সুন্দরবন পুলিশ, প্র্যয়াত্ন ফাউন্ডেশন এবং বি এন আই এর উদ্যোগে নামখানা থানার অন্তর্ভুক্ত রাজনগর গ্রামে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহাযার্থে একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়। ৫০০ জন দুস্থ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রিপল, চাল, ডাল, ও আর এস, চিড়ে, ছাতু ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যয়াত্ন ফাউন্ডেশনের সি ই ও মাননীয়া স্নেহা আগরওয়াল ও নামখানা থানার ওসি শ্রী প্রসেনজিৎ জানা। পুলিশ কে সঙ্গে নিয়ে এই শুভ উদ্যোগ এর জন্য সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভৈভভ তিউয়ারি মহাশয় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্সি রেঞ্জের ডি আই জি মাননীয় শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠি মহাশয় যিনি উক্ত সংস্থাকে আমফানে ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষের সাহাযার্থে পাঠিয়েছেন তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদও জ্ঞাপন করা হয়।