ডায়মন্ড হারবার পুলিশের নয়া উদ্যোগ| মাস্ক না পরা ও কমিউনিটি ফিঙ্গারসের কারণে ধার্য লক্ষাধিক টাকার জরিমানা

ডায়মন্ডহারবার :-দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক পি. উলাগানাথানের নির্দেশে ইতিমধ্যেই সর্বত্র মাস্ক বিহীন যাত্রীদের জরিমানা করার কাজ শুরু হয়েছে। বাদ গেল না ডায়মন্ডহারবার পুলিশ-ও। শনিবার থেকে ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ অভিযান চালু হোলো। প্রত্যহ জনবহুল এলাকায় মাস্ক বিহীন চলাচলকারি ব্যক্তি, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, মাস্ক বিহীন ড্রাইভার কন্টাকটার থেকে শুরু করে প্রশাসনের নির্দেশ না মানা প্রতিটি মানুষকে 200 টাকা জরিমানা করা হবে বলে জানা গিয়েছে। জরিমানা দিতে না পারা বেশ কিছু জনকে আটক করে কোর্টে পাঠানো হবে বলে জানা যায়। আজ ইতিমধ্যে অভিযান চালিয়ে 155 জনের কাছ থেকে 64 হাজার 200 টাকা জরিমানা আদায় করা হয়েছে, এছাড়া কমিউনিটি ফিঙ্গারস এর কারণে 267 জনের কাছ থেকে এক লক্ষ 400 টাকা আদায় করা হয়। প্রতিটি থানাতে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রের খবর।