ডায়মন্ডহারবার পুলিশ জেলার বড় সাফল্য, এটিএম জালিয়াতির পান্ডা পুলিশের জালে।

এটিএম জালিয়াতি চক্রের এক পান্ডা কে গ্রেফতার করল ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 98 টি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড, নগদ 25 হাজার টাকা, 2টি সোনার আংটি ও 4টি মোবাইল ফোন। প্রশাসন সূত্রে খবর, গত 1জুন বিষ্ণুপুর থানার দক্ষিণ গৌরীপুরের বাসিন্দারা স্কুলের শিক্ষক গৌতম হাজার থেকে 25 হাজার টাকা তুলে নেওয়া হয়, তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেন বিষ্ণুপুর থানার IC মৈনাক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল। তদন্তে নেমে পুলিশ সোনারপুরের কামালগাছির একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে এ টি এম জালিয়াতি চক্রের পান্ডা কে। জানা গিয়েছে, দুর্গাপুরের বাসিন্দা ধৃত ব্যক্তি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিতি ছিল। ফলতায় তার শ্বশুর বাড়ি এলাকায় ওই ব্যক্তি জয়দেব রায় নামে পরিচিত। অন্য জায়গায় তার নাম শেখ সাজিদ আলম। রাজ্যের বিভিন্ন এলাকার এটিএম থেকে টাকা তুলে নেওয়ার একটি চক্রের মূল পান্ডা ছিল সে। তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকি 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই চক্রের অন্যান্যদের হদিস পাওয়ার চেষ্টা করছে।