এক ঝলকেদক্ষিণবঙ্গপুরুলিয়া
ডাক্তার ও পুলিশদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ

ডাক্তার ও পুলিশদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ
পুরুলিয়া: ডক্টরস ডে তে পুরুলিয়া জেলার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের উৎসাহ দিতে পৌঁছে গেলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র বাবু সঙ্গে ছিলেন এডিজি(এপি),এডিজি পশ্চিমাঞ্চল ও আই জি, বাঁকুড়া রেঞ্জ। করোনা পরিস্থিতিতে জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে লকডাউন সফল করেছে। বুধবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে তিনি প্রতিটি থানার ওসি, আই সি, এসপি সহ পুলিশ আধিকারিকদের উৎসাহিত করেন। জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানিয়েছেন, পুলিশকর্মীদের উৎসাহ দিতেই এসেছিলেন ডিজি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp