
জাতীয় চিকিতসক দিবসের দিন জলপাইগুড়ি হাসপাতালের সমস্ত ডাক্তারকে শুভেচ্ছা জানিয়ে ডাক্তার দিবসটি উদযাপন করা করলেন জলপাইগুড়ি পুলিশ। জেলার আউট পোস্ট সহ সমস্ত পুলিশ স্টেশন তাদের নিজ নিজ এলাকায় এই দিনটি পালন করা হয়। সিনিয়র অফিসাররা ডাক্তারদের মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে গ্রিটিংস কার্ড প্রদানের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান থেকে জানানো হয়, ইশ্বর সর্বত্র থাকতে পারে না, তাই তিনি শ্রেষ্ঠত্ব এবং নিঃস্বার্থতা সহ ডাক্তারদের প্রেরণ করেছিলেন।
–
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp