
সম্বর্ধনা দিল পুলিশ* ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা।বুধবার চিকিতসক দিবস উপলক্ষে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা দিল পুলিশ। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছেন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মনের উদ্যোগে। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশেই এদিনের এই অনুষ্ঠানটি করা হয়েছে বলে পুলিশ সুত্রেই জানা গিয়েছে। প্রসঙ্গত এই হাসপাতালেই তিনজন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর জেরে তিরিশ জন স্বাস্থ্য কর্মীসহ ডাক্তারদের কোয়ারেন্টাইন সেন্টারে ১৫ দিন থাকতে হয়। এরপরও তারা না থেমে সাধারণ মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। স্বাভাবিক কারনেই করোনার সঙ্গে লড়াইয়ের প্রধান সৈনিকদের এদিন পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন বিধায়ক সুকরা মুন্ডা, ওসি সঞ্জু বর্মন ও এসডিপিও দেবাশীষ চক্রবর্তী ডাঃ অভিষেক মন্ডল, ও ডাঃ সুপর্ন হালদার এবং ডাঃ ইয়সবীর গুপ্তা এই তিনজন ব্লক স্বাস্থ্য আধিকারিককে সম্বর্ধনা দেন। সম্বর্ধনা পেয়ে আপ্লুত হয়েছেন ডাক্তাররা।