ঝুলন্ত দেহ উদ্ধার, কোলাঘাটে উত্তেজনা
পূর্ব মেদিনীপুর: এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুব্রত দাস। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বছর কয়েক আগে
কোলাঘাটের কাউরচণ্ডীর সুব্রতর সঙ্গে বিয়ে হয় গোবরার সুপর্ণা দাসের। তাঁদের একটি সন্তানও রয়েছে। দিন কয়েক আগে নানা কারণে শুরু হয় পারিবারিক অশান্তি। সমস্যা মেটাতে বসে সালিশি সভা। তার পরেও সমস্যা মেটেনি। সুব্রত সুপর্ণাকে মারধরও করতেন বলে অভিযোগ।
বুধবার রাতেও সুব্রত সুপর্ণাকে ফের একপ্রস্থ মারধর করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সুব্রতর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরেই স্থানীয় বাসিন্দারা চড়াও হন সুপর্ণার বাড়িতে। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে কাউকে না জানিয়েই সুব্রতর দেহ তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সুপর্ণা ও তাঁর বাপেরবাড়ির লোকজনকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। পরে উদ্ধার করা হয় সুপর্ণাদের। খুন না আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।