এক ঝলকেউঃ দিনাজপুরউত্তরবঙ্গ
জীবন কে বাজি রেখেই পরিযায়ী শ্রমিকদের সহায়তায় ঝাঁপিয়ে পরলেন উর্দীধারিরা*

নিজের জীবনের তোয়াক্কা না করেই রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ একাধিক পুলিশ কর্মী, শ্রমিক স্পেশাল ট্রেনে আগত শ্রমিকদের, নিজেদের দায়িত্বে কোয়ারেন্টাইন সেন্টারে বা নিজনিজ বাড়িতে পৌঁছে দিলেন। শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন পৌছায় উঃ দিনাজপুরের রায়গঞ্জে। সকাল থেকেই শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে বা নিজনিজ বাড়িতে পৌঁছে দিতে তৎপর ছিল রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি এদিন দুপুর ১টায় রায়গঞ্জ ষ্টেশনে আসে আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন। তাদের ও কোয়ারেন্টাইন সেন্টার রাখা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp