KOLKATA WEATHER
উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ

জমি বিবাদের জের, বৌমাকে তরোয়ালের কোপ

বসিরহাট: জমি নিয়ে বিবাদ শ্বশুর-বৌমার। তার জেরে বৌমাকে তরোয়ালের কোপ। অভিযুক্ত পবন মণ্ডল পলাতক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানিগাছি গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রের খবর, ওই গ্রামের বাসিন্দা পবন মণ্ডলের ১২ শতক জমি রয়েছে। সেই জমি তাদের নামে লিখে দেওয়ার দাবি জানায় পবনের ছেলেরা। তাতে রাজি হননি পবন। এ নিয়ে ছেলেদের সঙ্গে অশান্তি হয় তাঁর।
শুক্রবার রাতে অশান্তি চরমে ওঠে। শুরু হয় হাতাহাতি। থামানোর চেষ্টা করেন পবনের এক বৌমা মৌসুমী। অভিযোগ, আচমকাই ঘর থেকে তরোয়াল বের করে মৌসুমীর বুকে সজোরে আঘাত করেন পবন। লুটিয়ে পড়েন বছর আঠাশের ওই গৃহবধূ। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় কলকাতায়।হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৌসুমীর পরিবার। পবনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে শুধুই জমি-বিবাদ নাকি অন্য কোনো কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close