এক ঝলকেদক্ষিণবঙ্গপুরুলিয়া
জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী পুলিশ

পুরুলিয়া: রবিবার পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রঘুনাথপুর থানার পরিচালনায় রঘুনাথপুর শহরে ‘সেভ লাইভ,সেভ ড্রাইভ’ নিয়ে একটি অনুষ্ঠান করা হলো।পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতা বার্তাও দেওয়া হয়। নিজেকে সুরক্ষিত রাখতে বাইক চালনোর সময় হেলমেট যেমন জরুরি, তেমনই করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলারও নির্দেশ দেন পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp