
ছয় ঘণ্টার মধ্যে চুরির কিনারা করল হলদিবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে হলদিবাড়ি থানায় ঘটে যায় এক দুঃসাহসিক চুরি। সুত্রের খবর, নগদ সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে পালায় অভিযুক্ত। তদন্ত নেমে 6 ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া অর্থসহ ধৃতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হলদিবাড়ি পুলিশ টিম। কোচবিহার জেলা পুলিশের এই সফলতা নজর কেড়েছে জেলাবাসীর।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp