এক ঝলকে
চেকপোস্টে নাক্কা চেকিংয়ের সময় রাজেশ জৈনের খোঁজ

ঝাড়খণ্ড রাজ্যের ডিবুরদিহ সীমান্ত চেকপোস্টে নাক্কা চেকিংয়ের সময় রাজেশ জৈনের খোঁজ মিলল। বৃহস্পতিবার বিহার থেকে কলকাতাগামী একটি বাসে নাকা চেকিংয়ের সময় তাঁর খোঁজ মেলে। পরে তাকে প্রাথমিক তদন্তের জন্য দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে দেখা যায় এটি কোনও অপহরণের ঘটনা নয়। নিখোঁজ ব্যক্তির কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং কিছু উত্তেজনা ও চাপের কারণে অজানা স্থানে চলে যাচ্ছিলেন। প্রক্রিয়া অনুসারে রাজেশ জৈনকে দুর্গাপুর আদালত হাজির করা হয়। তার বক্তব্য রেকর্ড করা হয়।এরপরই আদালত থেকে জানানো হয় রাজেশ জৈনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে রাজেশ জৈন এখনও ঘটনা সম্পর্কে কোন রূপ আলোকপাত করেন নি। ফলে পুলিশ আরও বিশদে অনুসন্ধান করছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp