এক ঝলকেকলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
চুরি যাওয়া গাড়ির হদিশ করল কলকাতা পুলিশ

কলকাতা: এসএসকেএম হাসপাতালের আইপিজিএমই ও আর এর ডিন ডাঃ অভিজিৎ হাজরার বোলেরো গাড়ি চুরি হয়ে যায়। গাড়িটি দক্ষিণ চক্রবেড়িয়া রোডে তার বাড়ির সামনে রাখা ছিল। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় এক ব্যক্তি উপর নজর আসে পুলিশের, যে লালবাবু যাদবের সাথে সাদৃশ্যপূর্ণ। যে আগে এই জাতীয় অপরাধের সাথে যুক্ত ছিল। সূত্রের তথ্যের ভিত্তিতে লালবাবু যাদব ও নাথুনি যাদবকে দক্ষিণ চক্রবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানোর পর ভবানীপুর থানার আওতাধীন শহরতলীর স্কুল রোড থেকে চুরি করা গাড়িটি উদ্ধার করা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp