উত্তরবঙ্গএক ঝলকেদঃ দিনাজপুর
চিকিৎসক দিবসে ডাক্তারদের সংবর্ধনা পুলিশের পক্ষ থেকে

দক্ষিণ দিনাজপুর: চিকিৎসক দিবসে ডাক্তারদের সংবর্ধনা জানালেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন বিশ্বাসের হাতে পুষ্পস্তবক তুলে দেন পুলিশ সুপার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সুকান্ত মান্না ও রমিত দে এবং প্রশাসনের তরফে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিফ ও সদর হেডকোয়াটার ধীমান মিত্র। সুপার দেবর্ষি দত্ত জানান, এই সময় ডাক্তাররা মানব সেবায় নিয়োজিত। তাদের চিকিৎসার ফলে করোনা রুগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাই এই আয়োজন। হাসপাতাল সুপার তপন বিশ্বাস জানান, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে পুলিশও করোনা যুদ্ধে লড়ছেন। অন্য এক সহযোদ্ধার দ্বারা সংবর্ধিত হয়ে উৎসাহিত বোধ করছি। এই যুদ্ধ আমাদের সকলকে এক সঙ্গে লড়তে হবে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp